Wednesday, October 10, 2012

এক বুড়ি মা গলপ

এক বুড়ি মা গলপো বলার আগেই তিনি বাচ্চাদের বললেন, সব সময় এক লাইন শেষ হলেই বলবে "তারপর" । বুড়ি বলতে শুরু করলেন।, এক জেলে বড় এক্টা জাল নিয়া মাছ ধরতে ছিল। বচ্চারা বলল তারপর ? বুড়ি বললো জালের ভিতর অনেক মাছ পরছে । বাচ্চারা এভাবে বলতে লাগ্লো তারপর ? বুড়ই বললো একটা মাছ ছুট করে জাল থেকে পালিয়ে গেল । তারপর ? আরেক্টি মাছ পালালো, তারপর ? আরেকটি মাছ পালালো, এভাবে বাচ্চারা অনেকবার বললতে থাকলো তারপর ? বুড়ি একই কথা বলে যাচছে , আরেকটি মাছ পালালো। বাচ্চারা বলল কত মাছ ? বুড়ি বলল অগনিত । ম খা আলমগির সাহেব শুধু বলছেন তদন্তের স্বার্থে কিছুই বলা যাবে না। সব জিগগাসার এক জবাব ??? বুড়ির ওগনিত মাছের মত, আসামি অগনিত। আসামি ধরা শেষ হবেনা । তদন্তও শেষ হবেনা । আর সাংবাদিক ভাইদের তারপর তারপর এর শেষ

No comments:

Post a Comment